ক্ষুধার জ্বালার সহ্য করতে না পেরে যুবকের মৃত্যু – দৈনিক এ আর নিউজ

ক্ষুধার জ্বালার সহ্য করতে না পেরে যুবকের মৃত্যু

ক্ষুধার জ্বালার সহ্য করতে না পেরে যুবকের মৃত্যু

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

প্রতিবেদক : রাব্বানী রহমান


২০২৫ সালে এমন মর্মান্তিক মৃত্যু সহ্য করার মতো না
মদনপুর মোঃ আজিজ মিয়ার ছেলে সেলিম মিয়া
সোমবার দিন বেলা ১২.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সেলিম ছেলে হিসেবে খুবই ভালো ছিল অভাব-অনটন মানুষের জীবনে থাকতেই পারে কিন্তু সবাই সবার দ্বারে যায় না একটু খাবারের জন্য ছটপট করেছিল কিন্তু এলাকার কেউ বুঝতে পারে নাই ছেলেটি তিন দিন যাবত খাবার খাইনি

মৃত্যুর আগ মুহূর্তে সকালবেলা মায়ের কাছে খাবার চেয়েছিল মা হয়তো অভিমান করে বলছে কাজ করে খাও
পার্শ্ববর্তী মানুষের কাছে জানা গেল সে তিন দিন যাবত ছেলেটি গাড়ি চালাইতে পারতেছে না গাড়ি যে কোন সমস্যার কারণে।
কিন্তু যুবকটি চক্ষু লজ্জায় কখনো দোকানে বাকি কারো কাছে চায় না
ছেলেটিও অভিমান করে ক্ষুধা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল না ফেরার দেশে

মদনপুর বাসী সকলেই ছেলেটির জন্য খুবই আফসোস করছিল দুঃখ প্রকাশ করছিল এরকম মৃত্যু মেনে নেওয়ার মতো না আল্লাহর ইশারায় আমাদের ছেড়ে চলে গেছে

সেলিম ছেলেটি একটু ধূমপান করতো কিন্তু কখনো অন্যের ক্ষতি করতো না খুবই অভিমানী ছিল স্বভাব চরিত্র খুবই ভালো ছিল

এই পোস্টটি করার উদ্দেশ্য হলো
আপনার আশেপাশে যত অবহেলিত মানুষ আছে তাদেরকে একটু মূল্যায়ন করুন আপনার একটু হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পাল্টে যাবে অবহেলিত মানুষের জীবনটা সুন্দর হবে তার ভবিষ্যৎ

থাকতে আমরা মানুষ চিনি না হারিয়ে ফেলে আফসোস করি এজন্য থাকতেই মানুষকে মূল্যায়ন করতে শিখুন
হারিয়ে আফসোস করে কোন লাভ নেই।

প্রতিটা মা-বাবা ভাই বোন সবার উদ্দেশ্যে বলছি সবাই সবার প্রতি একটু খেয়াল রাখুন সন্তান যতই খারাপ হোক মা বাবার কর্তব্য ভাই বোনদের কর্তব্য প্রতিবেশী কর্তব্য তার প্রতি একটু খেয়াল রাখা তাহলে বেঁচে যাবে একটি প্রাণ।

গতকাল থেকে মনের ভিতরে একটা ব্যথা অঝোরে জরে গেলে একটি প্রাণ বিষয়টি খুবই কষ্টদায়ক।

রুহুের আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন …
আমিন