সিরাজগঞ্জ সলঙ্গার বিশিষ্ট মৎস্য চাষি হাবির রহমান হবির হার্ট এট্যাকে মৃত্যু
ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের বিশিষ্ট মৎস্য চাষি হাবিবুর রহমান হবি (৫৮) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি…..রাজিউন)।দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত রোগে ভুগলেও মঙ্গলবার আজ সন্ধ্যা ৬ টার সময় বগুড়া জিয়ামেডিকেল হাসপাতালে হার্টএট্যাক করে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।তিনি একজন গ্রামে তরুণ শান্ত সবাবের লোক ছিলেন।স্ত্রী,১ মেয়ে,৪ ছেলে,নাতী-নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সাড়ে ১১ টায় আমশড়া হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসায় নামাজে যানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।যানাজা নামাজের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আত্মীয় জনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিবেন বলে পরিবার সূত্রে জানা যায়।
মোঃ ফারুক আহমেদ
সলঙ্গা /সিরাজগঞ্জ